বিশেষ প্রতিনিধি, বগুড়া:
বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি প্রয়াত আলহাজ্ব মমতাজ উদ্দিনের ২’য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে বগুড়া শহরের সাবগ্রাম শটিবাড়ী দারুল উলুম মাদরাসায় জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের আয়োজনে দোয়া মাহফিল ও হাফেজদের কম্বল বিতরণ করা হয়।
এসময় শটিবাড়ী দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ শ ম মুনিরুজ্জামান, জেলা ছাত্রলীগ নেতা ইউসুফ, জীম, মোমিন, শহর ছাত্রলীগ নেতা শামীমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিন বাদ আসর জেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আলহাজ্ব মমতাজ উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা। দোয়া শেষে হাফেজদের মাঝে বেশকিছু কম্বল বিতরণ করা হয়েছে।