মোঃ নুরুন্নবী, বিশেষ প্রতিনিধি, জয়পুরহাট :
১৩/১০/২০২১ রোজ বুধবার দুপুরে মনোনয়নে পত্রটি হাতে পান নাদিম তালুকদার।
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ৩ নং আলমপুর ইউনিয়নে এখন নৌকার মাঝি মোঃ আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম। ১১-১০-২০২১ তারিখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন পত্রে তাকে নৌকা প্রতীক প্রদান করেন।
এর আগে গত ০৭/১০/২০২১তারিখে কেন্দ্র থেকে রাজিবুল ইসলাম রাজুকে মনোয়ন প্রদান করলেও বিভিন্ন দিক বিবেচনায় এবং অধিকতর যোগ্য প্রাথীর্ মনে করায় নাদিম তালুকদার কে পরে মনোনয়ন প্রদান করে।
নাদিম তালুকদারকে মনোনয়ন প্রদানের ফলে গোটা ইউনিয়নে আওয়ামীলীগের মধ্য সন্তোষ দেখা যায়। আনন্দে এলাকার আওয়ামীলীগের নেতা কর্মীরা সহ সাধারণ জনগন উল্লাসে রাস্তায় বের হয়। উল্লেখ্য যে ১১নভেম্বর ২০২১ তারিখে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ও আলমপুর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা আছে। আলমপুরে মনোনয়নে হের ফের হলেও মামুদপুরে গত ৭/১০/২০২১তারিখের মনোনিত প্রার্থী মশিউর রহমান শামীম কেই বহাল রাখা হয়। উক্ত হের ফেরের পরেরও একসাথে কাঁধে কাঁধ মিলে নৌকার জন্য কাজ করার জন্য ঐক্যবদ্ধ আলমপুর ইউনিয়ন আওয়ামিলীগ সহ সকল অঙ্গ সংগঠন।