হিরোইন, ইয়াবা ট্যাবলেট এবং চোলাইমদ সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করায় উৎসাহ প্রদানের লক্ষে শনিবার আরএমপি কমিশনার তাদের এই পুরুস্কার প্রদান করেন।
বিশেষ অভিযানে , গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজশাহী নগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বোয়ালিয়া থানার চৌকস অফিসার ওসি নিবারন চন্দ্র বর্মনের নেতৃত্বে এসআই গোলাম মোস্তফা, এটিএসআই নাসির হোসেন, ইনচার্জ বাসটার্মিনাল পুলিশ বক্স ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করাহয়।
এসময় টার্মিনালের ফুটপাতের এক চায়ের দোকানের সামনে থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের তিনটি হিরোইনের রোলসহ রবিউল ইসলাম রিফাত (২০) ও মিজান মিয়া (২২) নামের ঢাকার দুজন যুবককে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ।আটককৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পায়ুপথ থেকে এই পলিথিনে মোড়ানো হিরোইন বের করেন।
এদিকে, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেড়টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ)সুবাস চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম (পূর্বপাড়া) টুলটুলি পাড়ায় রাস্তার ধারে টিনসেট বস্তি ঘরে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
এসময় সাব্বির হোসেন ওরফে পলাশ (২৮), রাজিব হোসেন ওরফে হক (২৬), আজিজুল ইসলাম (৩৫) ও আবুল হোসেন (৩২)কে ৭০ গ্রাম হেরোইন, ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৭ দশমিক ২ লিটার চোলাইমদ সহ গ্রেফতার করা হয়।
এই দুটি অভিযানে সফলতা অর্জন করায় কাজের উৎসাহ প্রদানের লক্ষে এই আর্থিক পুরুষ্কারে সম্মাননা প্রদান করেন আরএমপি পুলিশ কমিশনার।