স্টাফ রিপোর্টার: আরিচায় যমুনার পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার ওপরে আরিচায় যমুনার পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার ওপরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টে পানি ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ পানি বিজ্ঞান শাখার পানির স্তর পরিমাপক মো. ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কে তিনি বলেন, ‘যমুনা নদীর আরিচা পয়েন্টে পানির বিপদসীমা হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। সকাল ৬ টা পর্যন্ত যমুনা নদীতে ১০ দশমিক ১২ সেন্টিমিটার পানি রয়েছে। অর্থাৎ বিপদসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে।’

যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে জেলার শিবালয়, দৌলতপুর, হরিরামপুর, সাটুরিয়া এবং ঘিওর উপজেলার বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে পানি প্রবেশ করছে। এর ফলে এসব এলাকার নিম্নাঞ্চলের বাড়িঘর এবং ফসলি জমিও তলিয়ে যাচ্ছে।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহজাহান আলী বিশ্বাস বলেন, ‘মানিকগঞ্জের প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল এখন পানির নিচে। পানি বাড়তে থাকলে আরও বেশ কিছু এলাকার ফসলি জমি তলিয়ে যাবে।’

মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস কে বলেন, ‘মানিকগঞ্জে ৭২৯ টি পরিবারের কয়েক হাজার মানুষ ভাঙনে ক্ষতিগ্রস্ত। ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১৩০ মেট্রিক টন চাল ও ১৭০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে সাত হাজারেরও বেশি মানুষ। তবে বন্যায় এ পর্যন্ত কোন প্রাণহানি নেই।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে