সানোয়ার আরিফ রাজশাহীঃ

আজ ২১ মার্চ ২০২১ মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনায় রাজশাহীর চন্দ্রিমা থানার আয়োজনে সাধারণ মানুষকে করোনার বিরুদ্ধে সচেতন ও উদ্বুদ্ধকরণ কর্মসূতে অফিসার ইনচার্জ জনাব মোঃ সিরাজুম মনির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া জোন) জনাব মো: তহিদুল আরিফ।

উক্ত সংক্ষিপ্ত আলোচনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় অত্র থানাধীন এলাকায় সকলকে করোনা বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে সকল পদক্ষেপ নেয়া দরকার তা নেয়া হবে এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে ২য় পর্যায়ে করোনা পরিস্থিতি থেকে অত্র ধানাধীন এলাকা নিরাপদ রাখার লক্ষে বিশেষ দিক নিদর্শনা প্রদান করা হয়। পরিশেষে এলাকার বিভিন্ন স্থান প্রদর্শন করে জনসাধারণকে সচেতন করতে মাক্স বিতরণ কর্মসূচি পালন করা হয়। “মাক্স পড়ার অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ।

উল্লেখ থাকে যে অফিসার ইনচার্জ জনাব মোঃ সিরাজুম মনির যেদিন থেকে এই থানায় এসেছেন সেদিন থেকেই তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন। তিনি মাদকের  বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে  মাদকমুক্ত করতে বিভিন্ন অভিযান অব্যাহত রেখেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে