সানোয়ার আরিফ রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে ২২/০১/২০২১ খ্রিঃ বেলা ০২.৪৫ ঘটিকায় “শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সরকারের নেতৃত্বে এসআই/মোঃ সোহেল রানা, এএসআই/মোঃ মিনারুল ইসলাম, এএসআই/মোঃ মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানাধীন সিটিহাট মোড়ে তল্লাশি চালিয়ে একটি চার্জার ভ্যানের বডিতে টিনের পাতের তৈরী পাটাতনের চেম্বারের মধ্যে অভিনব কায়দায় রাখা ২০০ (দুইশত) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে উক্ত চার্জার ভ্যানের চালক আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ জেলার জিয়ারপুর মগরপাড়া গ্রামের মোঃ মাসরেকুল (৩২)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম সরকার।