ইমদাদুল হক, ঝিনাইদহ :
ঝিনাইদহ জেলার (কালীগঞ্জ- ঝিনাইদহ আংশিক) ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হয়ে উঠেছে আম জনতার নেতা। তিনি শুধু জননেতাই নয় পরিণত হোয়েছেন গননেতায়। তিনি একজন সংসদ সদস্য হওয়ার পর ও এলাকায় চলফেরা করে সাধারন মানুষের মত। একাই ছুটে চলেন মোটর সাইকেলে নির্বাচনী এলাকার এ-প্রান্ত থেকে ও-প্রান্ত অবধি। তার এলাকায় যারই মৃত্যু খবর পান না কেন ছুটে চলে যায় তার জানাজায় অথবা শেষকৃত অনুষ্ঠানে। বিশেষ কাজ অথবা সংসদ অধিবেশন বাদে সকল সময় তিনি থাকেন এলাকার গন মানুষের সাথে। তিনি নিজের মোবাইল ফোন রিসিপ করে গন মানুষের সমস্যার কথা শোনেন। তার সাথে কথা বলতে হলে কাউকে লাইন দিয়ে অপেক্ষা করতে হয় না। তার সাথে সরাসরি কথা বলা যায়। নির্বাচনী এলাকার কৃষক, কামার, কুমার, কুলি, মজুর সকলের জন্য তার সাক্ষাৎ উন্মুক্ত। গত ১৪ ই ডিসেম্বর কালীগঞ্জের আওয়ামীলীগ অফিসে যেয়ে দেখা মিলল উপরের কথা গুলির সত্যতা। তিনি বসে আছেন উপজেলা ও ইউনিয়ন নেত্রী বৃন্দের সাথে । তার সাথে দেখা করে কথা বলতে এসেছেন প্রায় ৩০০ শত জনের মত। একজন এসে তাকে বলছেন আমার বাপের মৃত্যুর জন্য মিলাদ মাহফিল আপনাকে যেতে হবে। সে তার প্রতি উত্তরে নিজেই বলল দিন ও তারিখের কথা। অন্য একজন এসেছে একটি শ্রমিক ইউনিয়নে নির্বাচন করবে। সে বলল সময় হলে আমাকে আপনার প্রতীক জানায়ে যাবেন। একজন এসেছে তার বাড়ীতে জমি মাপা মাপি হবে সেখানে এমপি মহোদয় কে থাকতে হবে। করো কোন ব্যপারে নেই সামান্য বিড়ম্বনা। যারা তার সাথে দেখা করতে এসেছে তার পি এস তাদের চা বানায়ে পান করাচ্ছে। একজন সংসদ সদস্য হিসাবে তিনি স্থাপন করেছেন বিরল দৃষ্টান্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে