আমি চেয়েছি যে ভালোবাসা
🖋আব্দুল কাদের প্রিয়
আমি পৃথিবী থেকে শিক্ষা নিয়েছি,
যে তাকে সাজিয়ে দেবে,তাকেই সে
কোন এক ঝড়ে ফেলে দেবে।
নির্মম হাওয়ায় উরিয়ে দেবে,
যে তাকে ভালোবেসে করেছিল রঙিন।
তাইতো আমি চেয়েছি ঐ আকাশটাকে,
সে ভালোবাসার মূল্য দিতে জানে।
যে অজস্র তাঁরার আলোয় তার সুন্দর্য,
তাকে সে কেমন করে আগলে রাখে।
হাজারো বজ্রপাতে তাঁরাগুলোকে লুকিয়ে নিজের বুক সামনে এগিয়ে নিজেকে পুরে।
তাইতো বলি,
আকাশ তুমি বিশাল,শুধু আকারে নয়।