আমি আমার কথা বলছি
——–তাসনিম হামিদ মাহি

শব্দকোষে কুড়ি তিনেক শব্দ জমা,
এক লাইন লিখতে নিলে সাড়ে সাতটা বানান ভূল,
ঠিক থাকেনা কোন লাইনে দাড়ি-কমা।

চার লাইনের ছড়া লিখে কবিতার বই ছাপাই
মাঝে মাঝে সভা মঞ্চের আয়োজন করে    প্রতিভার ওজন মাপাই।

আমার হাতে মেপে দেখি আমি ই ঊর্ধে আছি-
কাব্য কিংবা সাহিত্য বলো কেউ নেই কাছাকাছি।

এই প্রতিভা ছড়িয়ে দেবো সারা দেশের মাঝে,
নিজের জন্য চিন্তা ভুলে লাগবো দেশের কাজে।

যেই ভাবা সেই কাজ –
দেশের জন্য লিখবো এবার শপথ নিলাম আজ,
বইমেলাতে বই ছাপাবো বিক্রি হবে বেশ
প্রথম দিনেই প্রথম মুদ্রণ হয়ে যাবে শেষ।

কভার পৃষ্টায় বড় করে ছবি দিবো ছেপে,
আমার মত সন্তান পেয়ে গর্বিত মা বাপে।

সারা দেশে পড়বে সাড়া প্রতিভাবান কবি,
সাহিত্যে মোর নোবেল এখন সময়েরই দাবী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে