বিনোদন ডেস্ক:

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান জানিয়েছেন, আগামী ২৮ শে এপ্রিল একটি বিশেষ ‘কাহানি’ শেয়ার করবেন।

গত ২৩শে এপ্রিল একথা জানানোর একদিন পরে তিনি ‘কাহানি’ সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছেন। যা তার ভক্তদের মধ্যে কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে।

পরবর্তীতে নিজের ক্রিকেট খেলার আরেকটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে তিনি আইপিএল নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ ভিডিওতে আমির বলেন, তিনি যে স্থান থেকে তার ‘কাহানি’ বর্ণনা করবেন তা কোথায় করবেন উলে­খ করতে ভুলে গেছেন। এদিকে তার এমন সব মন্তব্যে ভক্তরা উত্তেজিত।

ভক্তদের অপেক্ষা করতে হবে ২৮ শে এপ্রিল পর্যন্ত। সেদিনই জানা যাবে ‘কাহানি’র আসল রহস্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে