আমার ভালোবাসা
রাজ কালাম

কেউ জানেনা, এমনকি তুমিও, তোমার প্রতি
যে টান,ভালোবাসা আমার আছে,
তা কোন অংশে কম নয়
বিশাল সমুদ্রের বিশালতার কাছে,
কম নয় অনন্ত আকাশের অসীমের কাছে।

আমার ভালোবাসা গভীর থেকে
গভীরতর হয় রাতের নিরাবতায়,
বুকের স্পন্দন বাড়তে থাকে
পৌঁছে যায় আকাশের দূর নীলিমায়
তা দীপ্তি ছড়াতে থাকে
তারা ভরা নিঝুম জোছনায়।

আমার ভালোবাসা বন্দী হয়ে
থাকে না তারার শৃঙ্খলে,
শিশিরের মতো নিঃশেষ হয়ে
যায় না রোদের উজ্জ্বল আগমনে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে