আমার দেশ আমার জান্নাত
কবি হাবিবুর রহমান
নিজের দেশ নিজের জান্নাত
আমি হেসে খেলে বেড়াই,
সবুজ প্রকৃতি মাঠ প্রেম-প্রিয়া
আমরা ছুঁয়ে ছুঁয়ে যাই।
আমার দেশ আমার জান্নাত
আমি মিছে-বলিনি ভুল,
আমরা যে কোটি রংগের মানুষ
এক একটি সুখি ফুল।
আমার মাটি আমার আপন মা
আমি মরনে যাব ঘুমি,
এই দেশ জান্নাত যাই চুমি
তুমি প্রিয় জম্মভূমি।
আমার দেশ আমার জান্নাত
চাঁদ সুরুজ দেয় হাসি,
প্রকৃতি আমার অন্তর প্রিয়া
আমি দেশকে ভালোবাসি।
আমার দেশ আমার জান্নাত
শ্রমে দেশ গৃহ সাজাই,
মাটি প্রকৃতি দেশ প্রিয় মানুষ
সব লয়ে সুখিযে তাই।