প্রদীপ অধিকারী, নদীয়া জেলা প্রতিনিধি :
আজ ২৯ জুন, ২০২১ মঙ্গলবার নদিয়া জেলার অরাজনৈতিক সামাজিক সংস্থা ‘আমার কল্যাণী’ ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে লোকসংস্কৃতি বিভাগে বৃক্ষরোপণ উৎসব পালিত হলো।
আজ সকাল ১১ টা থেকেই বিভাগে ছিলো একটা সাজসাজ পরিবেশ। মূলত মেহগনি, নিম, জিয়া পুত, কুড়চি প্রভৃতি গাছ লাগানো হয়। লোকসংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. সুজয় কুমার মণ্ডল মহাশয়ের একটি চারা গাছ রোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আমার কল্যাণী’র সম্পাদক সত্যব্রত রায়, বালিগঞ্জের প্রাক্তন প্রধান শিক্ষক সুব্রত সিংহ রায়, প্রদীপ অধিকারী, অসীম মণ্ডল, প্রজ্ঞা মৃধা, অর্পিতা চ্যাটার্জী, মিঠু হাজরা, অনিমেষ বিশ্বাস, লোকসংস্কৃতি বিভাগের গবেষক অরুণ সরকার ও সঞ্জিত ভক্ত। উদ্বোধনী ভাষণে ড. মণ্ডল ‘আমার কল্যাণী’কে ধন্যবাদ জানিয়ে বলেন “পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ‘আমার কল্যাণী’ যেভাবে সেবামূলক কাজ করছে, তা অভিবাদনযোগ্য। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এই রকম একটি প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ের সবুজায়নে ও পরিবেশ রক্ষার্থে একটা বড় ভূমিকা নেবে”। তিনি আরও জানান আগামীদিনে লোকসংস্কৃতি বিভাগ ‘আমার কল্যাণী’র সাথে যৌথভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানও করার উদ্যোগ নেবে। ‘আমার কল্যাণী’র সভাপতি বাপ্পাদিত্য চক্রবর্তী আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান যে ‘আমার কল্যাণী’ও আগামীদিনে কল্যাণী বিশ্ববিদ্যালয় সাথে যৌথভাবে সামাজিক ও সাংস্কৃতিক কাজে উৎসুক। তিনি জানান ‘আমার কল্যাণী’র পক্ষ থেকে বিভাগীয় প্রধানকে বৃক্ষরোপণের প্রস্তাব দেওয়া হলে বিভাগীয় প্রধান যে তৎপরতার সাথে কাজটি সম্পন্ন করতে সহায়তা করেছেন তা ভীষণভাবে প্রশংসনীয়। আজ যে গাছগুলো রোপণ করা হলো তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি বিশ্ববিদ্যালয় ‘আমার কল্যাণী’কে অর্পণ করে ‘আমার কল্যাণী’ সেই দায়িত্ব নিতেও প্রস্তুত। তিনি ‘আমার কল্যাণী’র পক্ষ থেকে লোকসংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. সুজয় কুমার মণ্ডল সহ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক (ড.) মানস কুমার সান্যাল ও সহ উপাচার্য মাননীয় অধ্যাপক (ড.) গৌতম পাল মহাশয়কে ধন্যবাদ জানিয়ে বলেন কল্যাণী বিশ্ববিদ্যালয় সেবামূলক কাজে যখনই ডাকবে ‘আমার কল্যাণী’ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।