তপন কান্তি মন্ডল , বিশেষ প্রতিনিধি ,দক্ষিণ চব্বিশ পরগনা :

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুর সোনারপুর পৌর এলাকায় অবৈধ ভ্যাকসিন ক্যাম্প পরিচালনার অভিযোগে গ্রেপ্তার হলেন এক স্বাস্থ্যকর্মী।

 

বর্তমানে সুভাষ গ্রামের বাসিন্দা ওই স্বাস্থ্যকর্মীর নাম মিঠুন মন্ডল । তার কাছ থেকে কোভিশিল্ডের দুটি ভায়েল পাওয়া গেছে। এগুলি আসল কি নকল তা পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।কর্মসূত্রে তিনি ছিলেন ডায়মন্ডহারবার পঞ্চগ্রাম গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট এবং মশাট উপ- স্বাস্থ্যকেন্দ্রের ভ্যাকসিন কো-অর্ডিনেটর । সম্প্রতি তিনি মাসিক ১৫০০০ টাকার চুক্তি ভিত্তিক এই কাজ ছেড়ে দিয়ে সুভাষ গ্রামে বসবাস করতে শুরু করেন।

পুলিশ সূত্রে জানা গেছে যে, গত তিন-চার মাস ধরে রাজপুর সোনারপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে রূপনগর এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে কোভিড ভ্যাকসিন শিবির পরিচালনা করে আসছিলেন। গ্রহীতাদের কাছ থেকে ৫০০-৭০০ টাকার বিনিময়ে এই ভ্যাকসিন দেওয়া হতো। গত শুক্রবার বেশ কিছু গ্ৰহীতা মোবাইলে কোন মেসেজ বা সার্টিফিকেট না পেয়ে থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ওই স্বাস্থ্য কর্মীকে গ্রেপ্তার করে। তার দেওয়া ভ্যাকসিন আসল বা নকল যাই হোক তা কোথা থেকে কিভাবে সংগ্রহ করা হয়েছে তা তদন্ত করে দেখা হবে বলে পুলিশ জানিয়েছেন।

প্রাথমিক অনুমান এগুলি স্বাস্থ্য কেন্দ্র থেকে চুরি করা হয়েছিল।
ডায়মণ্ড হারবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিস রায়, বারুইপুর মহকুমা স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল মিত্র, সোনারপুর বিডিও সৌরভ ধল্ল, ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ মিশ্র প্রমুখ শনিবার সোনারপুর থানায় ধৃত স্বাস্থ্য কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে