মনজু হোসেন,ব্যুরো প্রধান পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলার ৬নং সাতমেরা ইউনিয়নের সতরং পাড়া গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক জনাব শমসের আলী নিজ উদ্যোগে শীতার্ত পরিবারে মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
শমসের আলী নিজেই উপস্থিত থেকে দুস্থ, অসহায়, দরিদ্র ও শীতার্তদের প্রত্যেকের হাতে কম্বল তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ তমিজুল হক মোঃ আল আমিন, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক শমসের আলী, জানান, সাধারন মানুষের পাশে থাকার ইচ্ছা থেকেই মূলত ব্যক্তিগত উদ্যোগে দুস্থ, অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছি।
তিনি আরো জানান বরাবরই আমি গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে ।করোনাকালে মোটামুটি ১০০ পরিবারের কাছে আমি ত্রাণ দিয়েছি এবং নিজ এলাকায় আরও সাহায্য সহযোগিতা দিবো। এ সহযোগীতা অব্যাহত থাকবে।
শীতার্ত ব্যক্তিরা সুশৃঙ্খলভাবে কম্বল পেয়ে হাসি মুখে বাড়িতে ফিরে যান এবং সন্তোষ প্রকাশ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।