রাজীব দত্ত, কলকাতা মহানগর বিশেষ প্রতিনিধি,:

আজ দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত এলাকায় সম্পূর্ণ কড়াকড়িভাবে লকডাউনের ঘোষণা করলেন নবান্ন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ দিনের জন্য চলবে এই লকডাউন অর্থাৎ ৩০ শে মে পর্যন্ত। বাজার হাট খোলা থাকবে সকাল সাতটা থেকে বেলা দশটা পর্যন্ত। এবং রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিশেষত সমস্ত কিছু বন্ধ থাকবে। একমাত্র জরুরী পরিষেবা চালু থাকবে সেই সময়। সমস্ত ধরনের গন পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। খোলা থাকবে জরুরী পরিষেবা গুলি যেমন স্বাস্থ্য, বিদ্যুৎ , জল, বিপর্যয় মোকাবিলা দপ্তর, ফায়ার বিগেট ইত্যাদি, এছাড়া বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি সংস্থা ধরনের অফিস এবং কার্যালয় গুলি। বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে সর্ব মোট ৫০ জন। এবং পারোলৌকিক অনুষ্ঠান বা সৎকারের ক্ষেত্রে সর্বাধিক ২০ জন পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। বন্ধ থাকছে সমস্ত বিনোদনমূলক প্রতিষ্ঠানগুলি যেমন পার্ক, চিড়িয়াখানা, সিনেমা হল, শপিং মল ইত্যাদি। বন্ধ থাকবে সমস্ত রাজনৈতিক ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান। এছাড়াও আরও অনেক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সম্পূর্ণ লকডাউন এর মাধ্যমে করোনা মোকাবিলার একটি সুফল পাওয়ার আশায় রয়েছে সকলে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দুই সপ্তাহের যদি সম্পূর্ণ ঠিকঠাকভাবে লকডাউন সফল হয়, তাহলে এখন করোনা দৈনিক পরিসংখ্যা বর্তমানের চেয়ে আগামীতে অনেক কমে আসবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে