আবদ্ধ ভালোবাসা
শাহরিন সুলতানা
যে পাখি চাও তুমি ভালোবেসে
সে পাখিও চায় সে তোমায়
বদ্ধ খাঁচায়
বন্দী যে সে।
সে খাঁচা দেয়না খুলে
স্বাধীনতায় বনে ঘনে
উড়ে ঘুরে আপন মনে
ও পাখি যদি পথ ভুলে।
অন্তর তার রোজই ধায়
তোমা আশে
বদ্ধ খাঁচায়
বন্দী যে সে।
সে পাখি কয় ছলে ছলে
এ খাঁচা যাকনা ভেঙ্গে
যাক না মিশে দক্ষিণা হাওয়ার সঙ্গে
তুমি হায় এসো বন্ধু পদ্মা নদীর কূলে
সে আশায়
ক্ষনে ক্ষনে দুঃখ পোষে
বদ্ধ খাঁচায়
বন্দী যে সে।