ভারতীয় ক্রিকেট অধিনায়কের স্ত্রী হয়ে গেলেন আফগান স্পিনারের স্ত্রী! হ্যাঁ, এমনটাই জানাচ্ছে- বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল। মজা নয়, সম্প্রতি এই ঘটনা নিয়েই উত্তাল নেটদুনিয়া।
গুগল সার্চে আফগান ক্রিকেটার রশিদ খানের স্ত্রী লিখলেই দেখাচ্ছে- আনুষ্কা শর্মার নাম। কিন্তু বিরাটের স্ত্রীকে কেন রশিদের স্ত্রী বলছে গুগল?
বলিউড অভিনেত্রী আনুষ্কা ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী। ২০১৭-সালে ইটালিতে বিয়ে করেন তাঁরা। বর্তমানে আনুষ্কা সন্তানসম্ভবাও। ‘ব্যান্ড বাজা বারাত’, ‘পিকে’, ‘সুলতান’-এর মতো সফল ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে।
অন্যদিকে আফগানিস্তানের স্পিনার রশিদ খানের জন্ম ১৯৯৮-তে। বর্তমানে তিনি আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক। ২০১৫-সালে একদিনের ক্রিকেটে আবির্ভাব হলেও ২০১৮-র জুনে ভারতের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় তার। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সদস্য তিনি। কিন্তু তার সঙ্গে আনুষ্কার নাম কেন জড়িয়ে ফেলল গুগল?