আন্তর্জাতিক ডেস্ক:

আফগান শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে তুর্কি সীমান্তে দেয়াল তুলছে গ্রিস। এরই মধ্যে ৪০ কিলোমিটার দেয়ালের পাশাপাশি নজরদারিব্যবস্থা স্থাপন করেছে দেশটি।

গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে ২০১৫ সালে ইউরোপে শরণার্থীদের ঢল নামলে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ তাদের আশ্রয় দেয়। তালেবান আফগানিস্তানের দখল নিয়ে নেওয়ার পর সে দেশে ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। বহু আফগান নাগরিক নিজেদের মতো করে সীমান্ত পাড়ি দিচ্ছে। তারা ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে।

সম্প্রতি গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, আফগানিস্তান থেকে তুরষ্কে প্রবেশের প্রধান পথ হচ্ছে ইরান। আর
আফগানিস্তান ত্যাগ করা লোকের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি প্রত্যেকের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হতে পারে।

গ্রিসের তরফ থেকে বলা হচ্ছে, ছয় বছর আগে শরণার্থীদের নিয়ে যে ঘটনা ঘটেছিল, তার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে