অনলাইন ডেস্ক: আফগানিস্তানে  বন্যা ও ভূমিধসে গত কয়েকদিনে ১৫০ জনের বেশি নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অনেকেই। নিখোঁজদের সন্ধানে কাজ করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে  স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান সময়ে দেশটির অন্তত ৩০টি প্রদেশে বন্যার হানায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিহতদের মধ্যে শুধু রাজধানী কাবুলেই নিহত হয়েছেন ১১৬ জন। ১৫ জন নিখোঁজ ও ১২০ জন গুরুতর আহত হয়েছেন।

রাজধানীর বাইরের প্রদেশগুলোতে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় সেখানে ত্রাণ সহায়তা বা অনুসন্ধান করা সম্ভব হচ্ছে না। ফলে রাজধানীর বাইরে মৃতের সংখ্যা কত তা ঠিকভাবে জানাতে পারেনি মন্ত্রণালয়। ফলে অন্য রাজ্যগুলোতে বন্যা পরিস্থিতি কাবুলের চেয়ে খারাপ হওয়ায় মৃতের সংখ্যা ভীতিকর হতে পারে বলে জানিয়েছে আফগানিস্তানের গণমাধ্যমসমূহ।

কাবুলের প্রাদেশিক সরকার জানিয়েছে,‘উদ্ধারকারী দল দুর্গত এলাকায় কাজ করছে। সেখানে নিখোঁজদের মরদেহ খোঁজ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

বন্যা ও পাহাড় থেকে নেমে আসা ঢলে ভেসে গেছে বহু বাড়িঘর। ক্ষতিগ্রস্থদের বেশিরভাগই কৃষি কাজের সঙ্গে যুক্ত। নিম্নবিত্ত এসব মানুষের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করে আসছে পুলিশ।

আফগান পুলিশ জানিয়েছে, কাবুলের মানুষ খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন। এখানে কৃষক ও খণ্ডকালীন শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। তারা আর্থিকভাবে দুর্বল হওয়ায় খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ এবং বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছানোর ঘোষণা দিয়েছে।

আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধের বিরতি টানতে যখন তালেবান ও সরকারের মধ্যে আলোচনার কথা হচ্ছে। কাতারে ওই বৈঠকের আগে প্রাকৃতিক দুর্যোগের ফলে বৈঠক পেছানো হতে পারে। আফগানিস্তানে মোতায়েন করা ন্যাটো সেনাদের উদ্ধৃতি দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম জানিয়েছে,‘ন্যাটো আফগানিস্তানের সেনাবাহিনীকে বন্যা দুর্গতদের সহায়তায় সহযোগিতা করে যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে