আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের কারাগারে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন ৩৯। এই নিহতদের মধ্যে ১০ আইএস সদস্যও রয়েছে। প্রায় ২০ ঘণ্টা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলার পর সোমবার দুপুরে বন্দুকধারীদের কবল থেকে কারাগারটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় আফগান নিরাপত্তা বাহিনী। খবর রয়টার্স

নানগারহার প্রদেশের গভর্নরের এক মুখপাত্র জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কারাবন্দি ছাড়াও রয়েছে বেসামরিক নাগরিক, কারারক্ষী ও আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ আইএস সদস্যও নিহত হয়েছে।

আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছে, কারাগারটিতে ১৭৯৩ জন বন্দি ছিলেন। হামলার সময় বেশ কিছু বন্দি পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে যাওয়া ১০২৫ জন বন্দিকে খুঁজে বের করেছে নিরাপত্তা বাহিনী। ৪৩০ কারাগারেই ছিলেন। বাকী ৩০০ বন্দিকে এখনও পাওয়া যায়নি।

প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরী বলেন, রোববার সন্ধ্যায় জালালাবাদের কারা প্রাঙ্গণে গাড়িবোমা হামলা চালায় এক আত্মঘাতী। এরপরই নিরাপত্তা প্রহরীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে বেশ কয়েকজন বন্দুকধারী। পরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ এখন শেষ। কারাগারটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে আফগান বাহিনী।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান জানিয়েছেন, জালালাবাদের কারাগারটির নিয়ন্ত্রণ নিলেও পার্শ্ববর্তী একটি এলাকা থেকে আফগান নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে কিছুক্ষণ পর পর গুলি ছুড়ছে আইএস জঙ্গিরা।

নানগারগার প্রদেশের রাজধানী জালালাবাদের কাছে বিশেষ বাহিনীর অভিযানে এক জ্যেষ্ঠ আইএস কমান্ডার নিহত হওয়ার একদিনের মাথায় এ হামলা হলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে