নিজস্ব প্রতিবেদক:

আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি আগামী দুই দিনের মধ্যে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে রূপ নেবে।

এরপর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। যার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষা এবং বাংলাদেশে।

শুক্রবার (০৬ই মে)সাকালে ভারতের আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে পর্যায়ক্রমে নিম্মচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘অশনি’। ঘূর্ণিঝড় হলে তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা এবং বাংলাদেশ।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীর দু’এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে