অনুকূল বিশ্বাস,  মালদহ জেলা প্রতিনিধি:

আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদের রাজ্য কমিটির উদ্যোগে এক মনোজ্ঞ সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেল শান্তিনিকেতনের মিলন তীর্থ সভাঘরে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু কবি-সাহিত্যিকদের সমাগম ঘটেছিল এই অনুষ্ঠানে।৩০শে এপ্রিল,২০২২ এর সন্ধ্যা গুনীজনদের অনবদ্য এক মিলনমেলার সাক্ষী থাকলো রবীন্দ্রনাথ ঠাকুরের ভুবনডাঙ্গা ।

গান, কবিতা, অণুগল্প পাঠসহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় একাধিক সৃষ্টির উপস্থাপন এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি করেছিল।এদিনের অনুষ্ঠানে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে সাঁওতালি ভাষার কবি সাহিত্যিকদের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য । সাঁওতালি ভাষার কবিতা, সাঁওতালি ভাষার অনুগল্প ও সাঁওতালি ভাষায় গান– কি ছিল না সেই সন্ধ্যায়? শনিবারের সন্ধ্যায় সাহিত্য ও সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় উপস্থিত গুণীজনদের মন জয় করে নেয়।

অনুষ্ঠানের প্রারম্ভে আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও কবি মাননীয় শ্রী ভক্ত গোপাল ভট্টাচার্য, রাজ্য কমিটির সম্পাদক ও কবি সম্মানীয় শ্রী রাহুল ঘোষ মহাশয় ও রাজ্য কমিটির সভাপতি বিশিষ্ট গল্পকার অরিন্দম ঘোষ মঞ্চে আসীন সম্মানীয় অতিথি শ্রী রতন মন্ডল মহাশয় ,শ্রী অমর মণ্ডল, সুখেন্দনাথ রায় ও কিষ্টু মুর্মুকে বরণ করে নেন । এরপর উল্লেখিত অতিথিদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সংস্থার তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। পরবর্তী অনুষ্ঠান ছিল সংস্থার সাহিত্য পত্রিকা “উড়ান” এর এপ্রিল সংখ্যার মোড়ক উন্মোচন। পত্রিকার মোড়ক উন্মোচন করেন পত্রিকার সম্পাদক শ্রী ভক্ত গোপাল ভট্টাচার্য সঙ্গে শ্রী রাহুল ঘোষ ও শ্রী অরিন্দম ঘোষ মহাশয়। এরপর সম্পাদকের প্রতিবেদন পাঠ করে শোনান ভক্ত গোপাল ভট্টাচার্য মহাশয়।


অনুষ্ঠানের পরবর্তী নিবেদন ছিল সমবেত সংগীত। রবি ঠাকুরের পবিত্র ভূমিতে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে সমবেত রবীন্দ্র সংগীত পরিবেশন করেন চন্দনা মহন্ত ,চন্দনা দেবনাথ দাস ,মুনমুন ভৌমিক দাম, চিত্রা ভট্টাচার্যসহ আরও অনেকে। এরপর শুরু হয় বহু কাঙ্ক্ষিত স্বরচিত কবিতা পাঠের আসর। প্রথমেই স্বরচিত কবিতা পাঠ করেন জলপাইগুড়ির বিশিষ্ট কবি মুনমুন ভৌমিক দাম।তাঁর কবিতা পাঠ শেষে সভাঘর সাধু ,সাধু– রবে কল্লোলিত হয়ে ওঠে।

এরপর একে একে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফিলিমন মার্ডি, চন্দনা দেবনাথ দাস ,অসিত মন্ডল, পথিকৃৎ সাহা, কিষ্টু মুর্মু ,আলবিনুস হাঁসদা ,দেবব্রত মুর্মু, সন্তোষ তির্কী, লক্ষ্মীকান্ত কর, পার্থ বসু, স্মৃতি পাল ,বাপ্পাদিত্য দে,অমর মণ্ডল ,অনুকুল বিশ্বাস, দিলীপ কুমার মজুমদার, রাহুল ঘোষ, অরিন্দম ঘোষ, ভক্ত গোপাল ভট্টাচার্য সহ আরও অনেকে।
বরিষ্ঠ গল্পকার শ্রী রামদাস বিশ্বাস স্বরচিত অণুগল্প পাঠ করে শোনান। সাঁওতালি ভাষায় অনুগল্প পাঠ করেন পাত্রাস কেরকেটা। সাঁওতালি ভাষায় সঙ্গীত পরিবেশন করেন সুরজমনি টুডু।
কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন আবু সায়েদ আবীর।কবিতা আবৃত্তিতে শ্রোতাদের মন জয় করে শিশুশিল্পী অদ্রিতা দাস ।অন্য আরেক শিশুশিল্পী সৃজন হাজরা সংস্কৃত শ্লোক পাঠ করে শোনায়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত গম্ভীরা শিল্পী অমর মণ্ডল মহাশয়। তিনি শুধু গম্ভীর শিল্পী নন তিনি একাধারে কবি ও ছড়াকারও বটে। তার সহযোগী কবি পথিকৃৎ সাহাকে সঙ্গে নিয়ে স্বল্প সময়ের হলেও তিনি এক অসামান্য গম্ভীরা ঝলক উপস্থাপন করেন যা উপস্থিত শ্রোতাদের মোহিত করে ও অকিঞ্চিৎ আনন্দদান করেন। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও গল্পকার শ্রী অনুকুল বিশ্বাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে