ক্রীড়া ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ভেঙ্গে দিয়েছে দেশটির সরকার। ইএসপিএন জানায়, বৃহস্পতিবার বর্তমান ক্রিকেট বোর্ড ও এর সব কর্মকর্তাকে কাজ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় দেশটির সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা সাউথ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন এবং ওলিম্পিক কমিটি (এসএএসসিওসি)।
ক্রিকেট বোর্ডের সভাপতি কুগান্দ্রি গভেন্ডারসহ সব শীর্ষ কর্মকর্তাদের একই নির্দেশ দেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সব সদস্যের অপব্যবহারের অভিযোগ তদন্ত করে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করে দিয়েছে দেশটির এই সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা।
সংস্থাটির বিশ্বাস, ক্রিকেট বোর্ডের সদস্যদের অপব্যবহারের কারণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দিনে দিনে দুর্নাম কুড়াচ্ছে। মঙ্গলবার এক বোর্ড মিটিংয়ে এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় এসএএসসিওসি।
এদিকে, প্রিটোরিয়া সরকারের এমন সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকার ওপর নেমে আসতে পারে আইসিসির খড়গ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে দেশটি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র কোড অব কন্ডাক্ট অনুযায়ী কোন দেশের ক্রিকেট বোর্ডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টি প্রমাণিত হলে সেদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে। সাম্প্রতিক সময়ে যেমনটি ঘটেছিলো জিম্বাবুয়ের ক্ষেত্রে।
এরইমধ্যে আইসিসির পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ নিয়ে একটি চিঠিও দেয়া হয়েছে দেশটিকে। তবে, দক্ষিণ আফ্রিকার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি।