আত্মপরিচয়
————শাহারুল ইসলাম সুজন
কে কি বলল সেটা নিয়ে আমি ভাবি না,
অন্যায়ের তরে কভু মাথা নত করি না।
অন্যায় রুখে সংগ্রাম করি জীবন নিয়ে হাতে,
মিথ্যা ছেড়ে সত্য পথে চলি আপন মতে।
আমার চলার পথে যতই থাকুক কাদা,
সম্মুখে গমন করি গুড়িয়ে সকল বাধা।
বিধাতা ছাড়া কারো কাছে পাতিনা মোর হাত,
বলুক যা-তা নিন্দুকেরা করিনা কর্ণপাত।
বীরের বেশে চলি আমি স্বপ্ন নবীন আশা,
মানব মাঝে দেই বিলিয়ে আপন ভালোবাসা।
সত্যের তরে অটল থেকে হয় হবে মোর মরণ,
কালো কেটে আনবো আলো লড়বো আজীবন।
যতই বলিস কটু কথা সত্য ডিঙিয়ে,
ভাবি আমি নিজে কি করছি সেটা নিয়ে।