আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবার পেল নতুন এম্বুল্যান্স।

এ উপলক্ষে মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এম্বুল্যান্সের চাবি হস্তান্তর ও উদ্বোধন ঘোষনা করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: মজাহারুল হক প্রধান। পরে কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মো: মাজেদুর রহমান বকুল, ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান ও রেনু একরাম এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডাঃ মো: সইফুজ্জামান বিপ্লব, রাধানগর ইউ’পি চেয়ারম্যান মো: আবু জাহেদ ও মির্জাপুর ইউ’পি চেয়ারম্যান মো: ওমর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: ফজলুল করিম ও মো: সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক সহ স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ। বৈশি^ক মহামারি করোনা সহ উপজেলাবাসীর চিকিৎসা সেবায় প্রায় অর্ধ কোটি টাকা মুল্যে ক্রয়কৃত নতুন এ এম্বুল্যান্সটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে