আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

১২ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় কন্ঠভোটে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে দৈনিক করতোয়ার আটোয়ারী প্রতিনিধি জিল্লুর হোসেন সরকার ও সাধারণ সম্পাদক পদে ভোরের কাগজ এর আটোয়ারী প্রতিনিধি এ রায়হান চৌধুরী রকি নির্বাচিত হন। প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে বিগত কমিটির দুই বছরের কার্য্য প্রনালী নিয়ে বিশদ আলোচনা সহ কার্য্য নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে প্রেসক্লাবের সদস্য ও ধামোর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে সমঝোতার মাধ্যমে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নব গঠিত কার্য্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি পদে মোঃ আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রাব্বু হক প্রধান, সাংগঠনিক সম্পাদক পদে নিতিশ চন্দ্র বর্মন, কোষাধ্যক্ষ পদে মোঃ মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক পদে আবু তৌহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রুবিনা আখতার, প্রচার সম্পাদক পদে মোঃ আক্তারুজ্জামান আতা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পদে মোছাঃ সুলতানা বেগম এবং কার্য্য নির্বাহী সদস্য পদে মোঃ নজরুল ইসলাম দুলাল, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ নাজমুল হক। প্রেসক্লাবের সাধারণ সদস্যগণ হলেন- মনোজ রায় হিরু, শরীফ হোসেন চৌধুরী, রিনা চৌধুরী, মোঃ আবু সাঈদ, শাহিন আহসান পিন্টু, আকাশ ইসলাম ও আঃ কাদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে