আবুতৌহিদ, আটোয়ারী, পঞ্চগড়ঃ
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার (১০মে) রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে আটোয়ারী থানার একটি টিম এসআই রাশেদের নেতৃত্বে ০৪ নং রাধানগর ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ০২ বোতল ফেন্সিডিল এবং ১১ বোতল মদসহ ১। মোঃ মনোয়ার হোসেন (২১), পিতা-মৃতঃ বজির উদ্দিন, সাং- গাড়িনাবাড়ী, ২।মোঃ ফুলবর রহমান (২২),পিতা – মোঃ কাশিম মন্ডল সাং- গাড়িনাবাড়ী উভয় থানা – আটক করা হয়।
আটোয়ারী থানার ওসি ইজার উদ্দীনের সাথে কথা হলে তিনি বলেন, উক্ত ঘটনায় আটোয়ারী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।