মনজু হোসেন ব্যুরো প্রধান পঞ্চগড়:

পঞ্চগড় আটোয়ারী উপজেলায় বিষধর সাপের কামড়ে সাদেকুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের বামন কুমার গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত সাদেকুল ওই এলাকার পাহালু মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে সাদেকুল তার মরিচ ক্ষেতে মরিচ তুলতে যান।

এসময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে বিষয়টি কাছের লোকদের জানালে পাশের গ্রামের এক কবিরাজের কাছে নেওয়া হয় তাকে। সেখানে ঝাঁড়ফুক দেওয়ার এক পর্যায়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন সাপের কামড়ে সাকেদুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে