আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ

“মাস্ক পড়ুন, সুরক্ষিত থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রাধানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার দুপুরে পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন, স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সইফুজ্জামান বিপ্লব বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথি জানান, উপজেলা কমিটির সিদ্ধান্ত এই ইউনিয়ন কমিটি বাস্তবায়ন করবেন। সপ্তাহের প্রতি রবিবার সামাজিক দূরত্ব বজায় রেখে মিলিত হবেন। আসন্ন কোরবানীর হাটে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে