আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করার খবর পাওয়া গেছে।
শুক্রবার ভোর রাতে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপরাঋার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এস, আই মোকারম ও এএসআই আজাদ, মিজান, ফরহাদ এর নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকার খাজিব উদ্দিন এর পুত্র মো: ধজিবুল (৩২) কে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করে থানায় নিয়ে আসে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন আটকের সত্যতা শিকার করে বলেন তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।