আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে এক সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান বলেন- জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন, মতবিনিময় সভা এবং মাইকিং, ব্যানার, পোষ্টার, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচারণা, রবিবার উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ, সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ পর্যায়ক্রমে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময় সভা, উপজেলা মৎস্য চাষিদের মাছ চাষ বিষয় বিশেষ পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্যচাষীদের উত্তম মৎস্যচাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও মতবিবিনময় সভায় উপজেলার মৎস্য সেক্টরের বিভিন্ন গুরুত্বপুর্ণ অর্জন তুরে ধরা হয়। সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ দুই প্রেসক্লাবের প্রায় ১০জন সংবাদকর্মী অংশ নেন।