আবুতৌহিদ,আটোয়ারী,পঞ্চগড় :
মঙ্গলবার (২রা ফেব্রুয়ারি) আটোয়ারী উপজেলা যুব উন্নয়ন অফিসের অর্থায়নে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় আটোয়ারী উপজেলা পরিষদ হল রুমে করোনাকালীন চাকরিচুত্য, বেকার যুবদের কমসংস্থানের লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধিমুলক ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবু তাহের মোঃ শামসুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা,আটোয়ারী,পঞ্চগড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম,আটোয়ারী, পঞ্চগড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আওলাদ হোসেন বাবু,যুব উন্নয়ন অফিসার,পঞ্চগড় ও আটোয়ারী উপজেলা তথ্য অফিসার সহ সকল প্রশিক্ষণার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।