আবু তৌহিদ, আটোয়ারী,পঞ্চগড় :
পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে তিন যুবকের এক বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
থানা সূত্রে জানা গেছে, ২৪ই এপ্রিল আটোয়ারী থানার এস আই শাহিন আল মামুন এর নেতৃত্বে শনিবার সকালে উপজেলার বিএম কলেজের সামনে গাঁজা সেবনের সময় হাতেনাতে তিন যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটকে অবহিত করে। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক আইনে ২০১৮ এর ধারা ৯ এর উপ-ধারা ১ এর দফা (গ) এর অপরাধে উপ- আইনের ৩৬ নং টেবিলের ২১ এর ৩য় কলামে নরাইল জেলার সিরাজুল এর পুত্র আরেফিন হাসান (২৮), আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকার হোসেন আলী’র পুত্র মোঃ শাকিল (২০), একই এলাকার দেলোয়ারের পুত্র জয়নাল (৩০) কে তিনজনকে এক বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেন। বিকেলে ধৃত যুবকদের আদালতের মাধ্যেমে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়।