আবুতৌহিদ,আটোয়ারী,পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ভারতীয় ফেন্সিডিল সহ পৃথক পৃৃথক অভিযান চালিয়ে একটি মটর সাইকেলসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। থানাসূত্রে জানগেছে, বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এস. আই মোঃ মোকারাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দক্ষিণ সুখ্যাতী গ্রামে অভিযান চালিয়ে মো. জসিম উদ্দীনের পুত্র মো. জয়নুল হক (জাম্বু) (২২) কে ২৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে এবং ওইদিনে রাধানগর প্রধান পাড়া গ্রামের রাস্তায় ঠাকুরগাঁও জেলার দারাজগাঁও (খাঁনবাড়ি) এলাকার সবুর খাঁন এর পুত্র মোঃ সৌরভ খাঁন (৩০), মো. রেজাউল রহমান এর পুত্র তৌরত খাঁন (২৮), মজিবর রহমান এর পুত্র তুহিন (২৬) কে ০৪ বোতল ফেন্সিডিল সহ একটি মোটরসাইকেল আটক করে। আটকৃতদের শুক্রবার সকালে পঞ্চগড় আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে শুক্রবার সকালে আটোয়ারী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ ইজাজর উদ্দীন জানান, তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৪ ক ধারায় মামলা আনয়ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে