আটোয়ারী, পঞ্চগড়,প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে ভারতের অবৈধ নিষিদ্ধ ঔষধ ফেনসিডিল সহ মোঃ নাসিরুল ইসলাম (২৪) নামক এক যুবককে আটক করা হয়েছে।
তার বাড়ি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মোঃ হামিদুল ইসলামের ছেলে।
জানা যায়, গত (২৩ মে) রোজ রবিবার দিবাগত রাতে আটোয়ারী থানা অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন এর সার্বিক দিকনির্দেশনায় এক গোপন সূত্রের ভিত্তিতে আটোয়ারী থানার এসআই মোঃ সম্ট্রাট খান এর নেতৃত্বে এক রাত্রিকালিন চৌকস টহল দল ঐ যুবককে মির্জাপুর ইউনিয়নে বড় মাঠ সংলগ্ন কবরস্থানের পাশেই (০৭) বোতল ফেনসিডিল সহ রাত ৮.৪০ মিনিটে আটক করা হয়। পরে রাতেই তাকে আটোয়ারী থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৯ (১) গ (২) ধারা লঙ্ঘন ৩৬ (১) এর ১৪ (খ) অনুযায়ী কারাগারে পাঠানো হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন এর বিষয়টি নিশ্চিত করেছেন।