আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ঈদুল ফিতর উপলক্ষে প্রথম বারের মতো দু’দিন ব্যাপী টেষ্ট ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
এসপি হ্নদম ঢাকা এর স্বাধিকার ওয়াহিদুজ্জামান পুলক এর সহোযোগিতায় ও উপজেলা প্রশাসেনর আয়োজনে দু’দিনব্যাপী টেষ্ট ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা শুরু হয়ে সোমবার বিকেলে শেষ হয়। খেলায় উপজেলা প্রশাসনের লাল দল ও নীল দল নামে দুটি দল অংশ গ্রহন করে খেলা ড্র করেন লাল দল। খেলা শেষে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার ম্যান অব দ্যা ম্যাচ আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সইফুজ্জামান বিপ্লব, বেষ্ট বোলার আটোয়ারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, বেষ্ট ব্যাটসম্যান সাগরকে ক্রেষ্ট, মেডেল ও প্রাইজ মানি পুরস্কার হিসেবে বিতরণ করেন।
এ সময় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আটোয়ারী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।