আবুতৌহিদ,
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী থানার আয়োজনে আনুষ্ঠানিকভাবে কনেস্টবল মোঃ জালাল
উদ্দিন এর বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে থানার অফিসার্স রুমে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। এসআই দীপেন্দ্রনাথ রায়ের সঞ্চালনায় বিদায়ী পুলিশ সদস্য সহ অন্যান্য পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন এস আই রাসেদুজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কনেস্টবল মোঃ জালাল উদ্দিন আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসআই প্রদীপ, এএসআই মিজানুর রহমান , কনস্টেবল আব্দুল বাতেন আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সেক্রেটারি এ রায়হান চৌধূরী রকি প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী কনেস্টবল মোঃ জালল উদ্দিন এর হাতে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা উপহার প্রদান করা হয়। এসময় আটোয়ারী থানার সকল পুলিশ অফিসার, কনস্টেবল সহ আটোয়ারী প্রেস ক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।