আবুতৌহিদ, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যে ধান ক্রয়ে লটারী উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে ধান ক্রয়ে লটারী কার্যক্রম পরিচালনা করেন। এসময় কমিটির সদস্য উপজেলা খাদ্য কর্মকর্তা( অ: দা:) মোঃ কামরুজ্জামান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃআব্দুল্লা আল মামুন,ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা খাদ্য পরিদর্শক গাওসুল আযম মাহবুবা রব্বানী ( তুহিন) উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান সহ জামিলুর রেজা মানিক উপস্থিত ছিলেন।
কৃষক নিবন্ধনের মাধ্যমে লটারী পরিচালনা করেন উপজেলা খাদ্য পরিদর্শক গাওসুল আযম মাহবুবা রব্বানী ( তুহিন)। আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়ন হতে মোট ৫৭৫ মেট্টিক টণ ধান ক্রয় করা হবে। ২৭/- টাকা কেজি দরে প্রত্যেক ভাগ্যবান কৃষক তিন টণ করে ধান বিক্রি করতে পারবেন। মোট কৃষক নিবন্ধন করেছে ৩৬৬৭ জন,লটারি তে নির্বাচন হয়েছে ১৯১জন কৃষক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে