আটোয়ারী,প ঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজার গাছ সহ একজনকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সফিকুল ইসলাম (৩৬) মোঃ ফয়জুল হকের পুত্র।
সূত্রে জানা যায়, তোড়িয়া ইউনিয়নের গুঞ্জনমারী বাজার বোধগাঁও গ্রামের নিজ বাড়ির পাশের জমিতে গাঁজা চাষ করছিলেন সফিকুল ইসলাম । পরে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোকারম হোসেন, এস.আই ফজলুল করিম, এসআই ফরাদ হোসেন এ.এস.আই মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে সফিকুল ইসলাম পালানোর চেষ্ঠা করে। এসময় তাকে হাতে নাতে আটক করে বাড়ির পাশের জমি থেকে ১৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
আটোয়ারী থানার পুলিশ পরিদর্শক দুলাল উদ্দীন বলেন, সফিকুল ইসলাম দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসায় যুক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন আটকের বিষটি নিশ্চিত করে বলেন, তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পঞ্চগর কারাগারে পাঠানো হয়েছে।