আটোয়ারী (পঞ্চগড়),প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে ইউএনও গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা বুধবার সন্ধায় অফিসার্স ক্লাব মাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় রাধানগর ইউপি একাদশকে হাড়িয়ে কৃষি ব্যাংক দল বিজয়ী হন। খেলা শেষে আইসিটি অফিসার মোঃ শহীদুল ইসলাম এর সঞ্চালনায় ও অফিসার্স ক্লাব এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, জেলা পরিষদ এর সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, ৬ ইউপি চেয়ারম্যান, লেডিস ক্লাবের সভাপতি সহ হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে