আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শন ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
আশ্রায়ন প্রকল্পের আওতায় ক ক্যটাগরীতে উপজেলার ১৯০ জন এর নামে বরাদ্দ দেয়া হয়। গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দুইদফায় উদ্বোধনকৃত ঘরের মধ্যে আটোয়ারীতে ১৪৫ জন ভুমি ও গৃহহীনকে ঘর প্রদান করা হয়। এর মধ্যে এখনও ৪৫ টি ঘরের কাজ চলমান রয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। শনিবার সকালে এই চলমান কাজের ঘর পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম।
উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারী এলাকায় তৈরীকৃত ঘর পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরন এর শুভ উদ্বোধন করেন। পরে অন্যান্য উপকার ভোগীদের বাড়িতে এই ত্রাণ পৌছে দেয়া হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন, ধামোর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল, বারঘাটি তদন্ত কেন্দ্রের আইসি মোঃ রঞ্জু আহমেদ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।