আবুতৌহিদ,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের মধ্য বলরামপুর সাইদুর মাস্টার পাড়ার একটি বাড়িতে আগুন লেগে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় দুই লক্ষাধিক টাকার মতক্ষতি সাধন হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানাগেছে,(০৩ ফেব্রুয়ারী) বুধবার রাত ৮.৩০ ঘটিকার সময় উপজেলার রিয়াজুলের (পিতা:বাচ্চু)গোয়াল ঘরে ধুনার আগুনের সূত্রপাত ঘটে দ্রুত আগুনের লেলিহান পাশ্ববতি খরের ঘরে ছড়িয়ে পরলে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।এবং দুটা গরু আগুনে পুড়ে মারা যায়। আগুনের খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস এর লিডার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি ইউনিট আগুনকে নিয়ন্ত্রণে আনে।
এ সময় বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা মোঃসাইদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান,পঞ্চগড় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান বকুল বলরামপুর আওয়ামীলীগ শাখার সভাপতি হাজী দেলোয়ার হোসেন,বলরামপুর বি,এনপির সাবেক সভাপতি মস্তাফিজুর রহমান মাস্টার ঘটনাস্থল পরিদর্শন করেন।
আটোয়ারী থানার এস,আই পর্ল্যাদ রায় পলাশের সাথে কথা হলে তিনি জানান,থানায় একটি সাধারন জিডি করা হয়েছে।