আটোয়ারী,পঞ্চগড় প্রতিনিধি:

 পঞ্চগড়ের আটোয়ারীতে একটি মৃত নীলগাই উদ্ধার করেছে আটোয়ারী থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় নীল গাইটি এসেছে,তোড়িয়া ইউনিয়নের দারখোর সীমান্ত থেকে,আজ ১৭ মার্চ আনুমানিক সকাল১২ ঘটিকায় তারা নীল গাই টিকে ধাওয়া করে।পরবতীতে মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া খোঁজ পাড়া গ্রামে দুপুর ১ঘটিকায় সময় উদ্ধার করে।স্থানীয়রা বিষয়টি আটোয়ারী উপজেলা নির্বাহি অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান কে জানায়, কিছুক্ষণ পরেই পুলিশ পাঠিয়ে দেয় নীল গাই উদ্ধারের জন্য,পুলিশ এসে নীলগাই টি জীবিত দেখেতে পায়। নীলগাই ক্লান্ত হওয়ার কারণেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। নীলগাই দেখার জন্য শত শত ভিড় জমাচ্ছে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে