আটোয়ারী,পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে (১ই মে) ভ্যান চালকের ১৩ বছরের কিশোরী কন্যার ইজ্জতের মুল্য এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আটোয়ারী উপজেলার সাতখামারে। জানা গেছে ভ্যান চালকের কিশোরী কন্যার সাথে প্রতিবেশি সলিমুল্লার ছেলে সাজুর (২১)এর সাথে প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের এক পর্যায়ে একাধিক বার বিভিন্ন প্রলোভনে শারীরিক সম্পর্ক হয়েছে বলে কিশোরী জানায়। বিষয়টি নিয়ে গোপনে আপোষে এক লাখ টাকা জরিমানা দিয়ে মিমাংসা করা হয়।
অভিযুক্ত সাজুর পক্ষে স্থানীয় প্রভাবশালী হামিদুর ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর সাজু এক লাখ টাকা দিয়ে আপোষ মিমাংসা করে।
বোদা পৌরসভার কাউন্সিলর সাহাজাহান বলেন, এ্যাফিডেফিট এর মাধ্যমে বিষয়টি সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু কে বা কারা কিভাবে আপোষ করেছে আমার জানা নেই।
বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে ইজ্জতের মূল্য যদি এক লাখ টাকা হয় তাহলে দিন দিন ধর্ষণ সমাজে ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে। বিষয়টি নিয়ে প্রশাসন সহ নারীবাদী সংগঠন গুলোর সহযোগিতা কামনা করেছে এলাকাবাসী।