ক্রীড়া প্রতিবেদক:
টেস্ট, ওয়ানডে এবং টি- টোয়েন্টি সিরিজ খেলতে আজ সোমবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
দেশ ছাড়ার আগে ক্রিকেটার এবং কর্মকর্তাদের প্রথম দফা করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
জিম্বাবুয়ে পৌঁছানোর পর বাংলাদেশ দলকে এক দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এই সিরিজের সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে।
আগামী ৭ই জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে লাল- সবুজের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দেবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।