সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অংশগ্রহণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টটি নতুন মাত্রা পাবে, হবে রোমাঞ্চকর।
নভেম্বরের মাঝামাঝি সময়ে টুর্নামেন্টটি আয়োজন করবে বিসিবি। আর নিষেধাজ্ঞা কাটিয়ে এ আসর দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নিষিদ্ধ হওয়ায় এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাকিব। আজ বুধবার (২৮ নভেম্বর) শেষ হচ্ছে তার নিষিদ্ধাদেশ।
আশা করা হচ্ছে, সাকিবের উপস্থিতি টি-টোয়েন্টি টুর্নামেন্টকে অনেক বেশি গুরুত্ববহ করে তুলবে।
তবে নতুন এই টুর্নামেন্টটি কর্পোরেট টি-টোয়েন্টি হবে কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইতোমধ্যে কিছু কর্পোরেট হাউজ এবং কিছু ব্যক্তি এই টুর্নামেন্টে স্পনসর করে দল কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
গত রোববার বিসিবির প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘টি-টোয়েন্টি টুর্নামেন্ট কোন আকৃতির হবে তা এখনও নিশ্চিত নয়। তবে, ১৫ নভেম্বর থেকেই শুরু হবে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।’
সাকিবের বিষয়ে বিসিবি বস নিশ্চিত করে বলেছেন, সাকিব এ টুর্নামেন্টে খেলবেন। কারণ তার আগেই বিশ্বের সেরা অলরাউন্ডারের নিষেধাজ্ঞা উঠে যাবে। পাপন আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে সাকিবের সঙ্গে কথা বলেছি, সে টুর্নামেন্টে খেলবে। টুর্নামেন্ট শুরুর আগেই যুক্তরাজ্য থেকে দেশে ফিরবে সে।’
টুর্নামেন্টটি কর্পোরেট হবে কি-না সে বিষয়ে বিসিবি প্রধান বলেন, ‘কিছু স্পন্সর আসছে যারা এই টুর্নামেন্টে আমাদের (বিসিবি) সাথে থাকতে চান। তারা বিপিএলের স্পন্সর নয়। সবাই নতুন। এখন যদি, পাঁচটি দলের জন্য স্পন্সর পাওয়া যায়, তবে এটি কর্পোরেট লিগ হতে পারে।’
এদিকে, এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে বিভিন্ন কর্পোরেট হাউজের আগ্রহ দেখে বিসিবি স্পন্সরের সন্ধান করতে শুরু করেছে বলেই জানা গেছে।
এ বিষয়ে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য স্পন্সরের সন্ধান করছে বিসিবি। এজন্য অফিসিয়ালি বিজ্ঞাপন দেয়া হবে। যারা আগ্রহী তাদের দলকে স্পন্সর করতে বলা হবে।’
বিসিবি প্রধান নির্বাহী আরও বলেন, ‘এটি কেবলমাত্র প্রতিষ্ঠিত বা বড় কোনও কর্পোরেট হাউজ নয়, যে কোনও ব্যক্তি বা সংস্থা বিসিবির শর্ত পূরণ করতে পারলেই তারা স্পন্সর হতে পারে। যদি তারা আগ্রহ প্রকাশ করে।’
সুতরাং টুর্নামেন্টটির জন্য যদি কর্পোরেট হাউজ পাওয়া যায়, তবে এই আসরটি কর্পোরেট নিয়মেই হবে। সেক্ষেত্রে সাকিব আল হাসানকে দলে নেয়ার খেতেই আগ্রহী থাকবে অনেকে, এতে সন্দেহের লেশ নেই।