নিজস্ব প্রতিবেদক :
আজ শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ ও বাজেট অধিবেশন। কাল বৃহস্পতিবার সংসদে নতুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২১-২২ অর্থবছরে জন্য বাজেটের আকার হবে ৬ লাখ ৫ হাজার কোটি টাকা। এটি হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট। আর এই ঘাটতি মেটাতে নির্ভরতা বাড়বে বিদেশী ঋণের উপর। প্রবৃদ্ধি ধরা হচ্ছে ৭ দশমিক ২ শতাংশ।
আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় অর্থবছরের বাজেটটি হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার যে বাজেট উপস্থাপন করবেন তার হতে পারে ৬ লাখ ৫ হাজার কোটি টাকা। যা চলতি অর্থ বছরের তুলনায় ৩৭ হাজার কোটি টাকা বেশি।
বাজেট যেমন বড় হতে যাচ্ছে তেমনি ঘাটতির পরিমান বিরাট। করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যের মন্দায় রাজস্ব আহরণ কাক্সিক্ষত হয়নি। ফলে অর্থের সংস্থানে বিদেশি ঋণের উপর নির্ভরতা বেড়েছে বলে জানান, পরিকল্পনা কমিশন জিইডি’র জেষ্ঠ্য সচিব শামসুল আলম।
তবে বিআডিএস’র জেষ্ঠ্য গবেষণা ফেলো নাজনীন আহমেদ বলছেন, ঘাটতি বড় হলেও তাতে চিন্তার কারণ নেই।
বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রায় খুব একটা পরিবর্তন আনা হচ্ছে না। গত বারের তুলনায় ১১ হাজার কোটি টাকা বাড়িয়ে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৩ লাখ ৯০ হাজার কোটি টাকা।
এডিপিতে বরাদ্দ থাকছে ২ লাখ পঁচিশ হাজার কোটি টাকা। খাত ভিত্তিক বরাদ্দের ক্ষেত্রে গত বছরের মতই পরিবহন ও যোগাযোগ খাতে সর্বাধিক বরাদ্দ থাকছে ৬১ হাজার ৬শ ৩১ কোটি টাকা। অগ্রাধিকার বরাদ্দের তালিকায় স্বাস্থ্য খাতের অবস্থান থাকছে পঞ্চমে।
বাজেটে অনন্নুয়ন খাতে খরচ ধরা হচ্ছে ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা। যা বেতন-ভাতা, ঋণের সুদ পরিশোধ, ভর্তুকি খাতে ব্যয় করা হবে।