মোঃ আনোয়ার হোসেন, কাজিপুর প্রতিনিধি:
উত্তরবঙ্গের মাটি ও মানুষের নেতা,বর্ষীয়ান রাজনীতিবিদ,রাজপথের ত্যাগী ও নির্যাতিত ,জননন্দিত জননেতা মরহুম নাসিম এর ৭৪ তম জন্মদিন আজ।
১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজিপুরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নাসিম। পিতা শহীদ ক্যপ্টেন এম মনসুর আলী,মাতা মোছাঃআমেনা মনসুর।
বর্ণাঢ্য রাজনৈতিক জিবনে তিনি ৬ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্বরাষ্ট্র, গৃহায়ণ ও গণপূর্ত, ডাক ও টেলিযোগাযোগ, সর্বশেষ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী নিযুক্ত হন।এছড়া তিনি বাংলাদেশ আওয়ামী-লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ছিলেন।
২০২০ সালের ১৩ জুন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন মোহাম্মদ নাসিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।জন্মদিনে মহান এই নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে তার ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি সংসদ সদস্য এবং সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ কাজিপুর সিরাজগঞ্জ ১।