নিজস্ব প্রতিবেদক:

 আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী; মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস।

মুসলমানদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। ধর্মীয় আলোচনা সভা, মিলাদ মাহফিল আর আনন্দ মিছিলের মধ্যদিয়ে পালিত হচ্ছে দিনটি। তবে মহিমান্বিত দিনটিকে ঘিরে অতিরঞ্জিত কোন কিছু না করতে সবার প্রতি আহ্বান জানান ইসলামী চিন্তাবিদগণ।

বছর ঘুরে আবার এলো ১২ই রবিউল আউয়াল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। প্রায় সাড়ে চৌদ্দশ’ বছর আগে এইদিনে আরবের মরু প্রান্তরে কোরাইশ বংশে মা আমেনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন এই বিশ্বনবী। জন্মের আগেই পিতৃহারা আর জন্মের কিছুদিনের মধ্যেই মাকে হারান তিনি। এরপর, নানা প্রতিকূলতার মধ্যে চাচা আবু তালেবের আশ্রয়ে বড় হন মহানবী (সা.)।

আইয়ামে জাহেলিয়াতের কালে আল্লাহর একত্ববাদ বা তাওহিদের মহান বাণী প্রচার করেন এই মহামানব। চল্লিশ বছর বয়সে তিনি নবুওয়াত পান।

দীর্ঘ ২৩ বছর নিজেকে নিয়োজিত রেখেছিলেন ইসলামের শান্তির ললিত বাণীর প্রচার ও প্রতিষ্ঠায়। এরপর, ৬৩ বছর বয়সে আবার এই দিনেই পৃথিবী ছেড়ে যান মহানবী (সা.)। এ দিন রাসুলের রেখে যাওয়া আদর্শ ছড়িয়ে দেয়ার শপথ নিতে সবার প্রতি আহ্বান জানান ইসলামি চিন্তাবিদগন।

ধর্মীয় ভাবগাম্ভির্যের সাথে পালন করা হয় দিনটি। তবে, রাসুলের জন্ম ও ওফাত দিবসকে ঘিরে অতিরঞ্জিত কোন কিছু না করার আহ্বান জানান তারা।

এদিকে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছেন ইসলামী সংগঠনগুলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে